প্রকাশকাল: ১২ জানুয়ারি ২০২৬
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) - এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরা - এর সদস্য ও সাবেক সভাপতি ড. দিলারা বেগম (জন্ম: ৩০ জুলাই ১৯৫৬) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি ১০ জানুয়ারি ২০২৬ সাতক্ষীরা শহরের সুলতানপুরে নিজ বাসভবনে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ড. দিলারা বেগম ৩০ জানুয়ারি ২০০৭ থেকে সনাক, সাতক্ষীরা - এর সাথে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি সনাক, সাতক্ষীরার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ড. দিলারা বেগম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত থেকে নারী উন্নয়ন, সমাজে বৈষম্য হ্রাস এবং শিক্ষার মানোন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে ড. দিলারা বেগম - এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি'র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), ঢাকা ইয়েস, টিআইবি সদস্যবৃন্দ, ইয়াং প্রফেশনালস অ্যাগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।