প্রকাশকাল: ০৪ ডিসেম্বর ২০২৫
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সুনামগঞ্জ - এর সদস্য বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষক রমেন্দ্র কুমার দে (জন্ম: ০৪ আগস্ট ১৯৪৭) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ২৮ নভেম্বর ২০২৫ রাতে তিনি ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০১৫ সাল থেকে সনাক, সুনামগঞ্জ’র সাথে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বিশিষ্ট সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, কলাম লেখক ও প্রগতিশীল আন্দোলনের অন্যতম সৈনিক রমেন্দ্র কুমার দে (মিন্টু) মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, সুনামগঞ্জ’র পাশাপাশি অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি তাঁর জীবদ্দশায় সুনামগঞ্জ জেলা উদীচী’র সহ-সভাপতি, জনউদ্যোগের আহŸায়ক, খেলাঘর সুনামগঞ্জ জেলার উপদেষ্টা, শহীদ মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তি জীবনে তিনি নিঃসন্তান এবং স্ত্রীর অকাল মৃত্যুর পর তিনি নিজেকে সমাজসেবায় নিযুক্ত করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে রমেন্দ্র কুমার দে’র অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), ঢাকা ইয়েস, ইয়াং প্রফেশনালস অ্যাগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।