প্রকাশকাল: ১৭ নভেম্বর ২০২৫
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) - এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বরিশাল - এর সদস্য জাহানারা বেগম (জন্ম: ১২ ফেব্রুয়ারি ১৯৭০) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ নভেম্বর ২০২৫ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জাহানারা বেগম সনাক, বরিশাল - এর সাথে ১৮ ডিসেম্বর ২০০৯ থেকে স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সদস্য এবং ১৬ আগস্ট ২০২২ থেকে সনাক সদস্য হিসেবে সম্পৃক্ত থেকে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বিশিষ্ট উন্নয়ন সংগঠক জাহানারা বেগম ১৯৯৩ সালে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। তিনি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন, নারী অধিকার আন্দোলন ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় বলিষ্ট ভ‚মিকা পালন করেছেন। নারীর অধিকার ও শিক্ষার মানোন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাহানারা বেগম বেসরকারি উন্নয়ন সংস্থা ‘চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি’ - এর নির্বাহী পরিচালক ছিলেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে জাহানারা বেগম এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), ঢাকা ইয়েস, টিআইবি সদস্যবৃন্দ, ইয়াং প্রফেশনালস অ্যাগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।