প্রকাশকাল: ১১ নভেম্বর ২০২৫
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), নীলফামারী এর ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য মো. রাশেদ ইসলাম এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ০৭ নভেম্বর ২০২৫ সকালে তিনি নীলফামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৪ বছর।
রাশেদ ইসলাম ০৪ আগস্ট ২০১৯ থেকে ইয়েস ফ্রেন্ড সদস্য এবং ০১ নভেম্বর ২০২১ থেকে ইয়েস সদস্য হিসেবে সনাক, নীলফামারী - এর সাথে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয় অবদান রেখেছেন। মৃত্যুকালে তিনি মা-বাবা, দুই ভাই, স্ত্রী ও এক বছরের কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মো. রাশেদ ইসলাম নীলফামারীর মশিউর রহমান ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, নীলফামারী - এর পাশাপাশি অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি নীলফামারীর মুক্তমহা স্কাউট গ্রুপের সাবেক নির্বাহী সদস্য ছিলেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে মো. রাশেদ ইসলাম এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), ঢাকা ইয়েস, ইয়াং প্রফেশনালস অ্যাগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।