সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা - এর সদস্য মনোয়ারা বেগম এর মৃত্যুতে আমরা শোকাহত

প্রকাশকাল: ১৩ অক্টোবর ২০২৫

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা - এর সদস্য ও সাবেক সভাপতি মনোয়ারা বেগম এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ০৮ অক্টোবর ২০২৫ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি ০২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

মনোয়ারা বেগম ১০ এপ্রিল ২০১৩ হতে সনাক, খুলনা - এর সাথে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পেশাগত জীবনে তিনি রেলওয়ে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন এর জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। খুলনা মহিলা পরিষদ ও খুলনা মহিলা সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি জাতীয় যক্ষা রোগ প্রতিরোধ সমিতি (নাটাব) এর খুলনা জেলা শাখার সদস্য, খুলনা লায়ন্স ক্লাব এবং লেখিকা সংঘসহ বিভিন্ন সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় মনোয়ারা বেগম এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্ৰুপ (এসিজি), ঢাকা ইয়েস, টিআইবি সদস্য, ইয়াং প্রফেশনালস অ্যাগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


Notice