সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁপাইনবাবগঞ্জ - এর সদস্য গৌরী চন্দ সিতু’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

প্রকাশকাল: ০৫ মে ২০২৫

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁপাইনবাবগঞ্জ এর সদস্য, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরী চন্দ সিতু এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ৩০ এপ্রিল ২০২৫ বিকালে তিনি চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি বেশ কিছুদিন যাবৎ ক্যান্সার ও কিডনি ইনফেকশনজনিত রোগে আক্রান্ত ছিলেন।

গৌরী চন্দ সিতু ০৮ অক্টোবর ২০০৪ থেকে সনাক, চাঁপাইনবাবগঞ্জ - এর সাথে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র, দ্ইু পুত্রবধু ও এক নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সমাজসেবী, নির্মোহ ও স্পষ্টভাষী গৌরী চন্দ সিতু মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, চাঁপাইনবাবগঞ্জ - এর পাশাপাশি অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি গার্লস গাইডের জেলা কমিশনার, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক, কল্যাণী মহিলা সংসদের সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার এর বেসরকারি পরিদর্শক, মহানন্দা প্রবীণ নিবাসের আজীবন সদস্য, রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির নৃত্যকলা বিভাগের শিক্ষক গৌরী চন্দ সিতু জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি, জাগো নারী বহ্নিশিখা এর সদস্য, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইনার হুইল চাঁপাইনবাবগঞ্জ এর সহ-সভাপতি ও বাংলাদেশ পূঁজা উদ্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ এর সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে গৌরী চন্দ সিতু’র অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্ৰুপ (এসিজি), ঢাকা ইয়েস, টিআইবি সদস্যবৃন্দ ও ইয়াং প্রফেশনালস অ্যাগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


Notice