সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা এর অ্যাকটিভ সিটিজেন্স গ্ৰুপ (এসিজি) এর সহ-সমন্বয়ক নিত্যনন্দ দাশ - এর মৃত্যুতে আমরা শোকাহত

প্রকাশকাল: ১৬ এপ্রিল ২০২৫

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা এর সাথে সংশ্লিষ্ট অ্যাকটিভ সিটিজেন্স গ্ৰুপ (এসিজি), ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল, খুলনা এর সহ-সমন্বয়ক নিত্যনন্দ দাশ (জন্ম: ০৪ জানুয়ারি ১৯৮৫) এর অকাল মৃত্যুতে টিআইবি গভীরভাবে শোকাহত। তিনি ১০ এপ্রিল ২০২৫ কর্মস্থল থেকে ফেরার পথে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। নিত্যনন্দ দাশ মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিত্যনন্দ দাশ ১৩ আগস্ট ২০২২ থেকে সনাক, খুলনা এর সাথে সংশ্লিষ্ট ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে গঠিত অ্যাকটিভ সিটিজেন্স গ্ৰুপ (এসিজি) - এর সাথে সম্পৃক্ত হয়ে হাসপাতালের সেবার মানোন্নয়ন ও স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় সক্রিয় ভূমিকা রেখেছেন। ব্যক্তিগত জীবনে তিনি কপিলমুনি সহচারী বিদ্যুৎ মন্দির স্কুল এন্ড কলেজে প্রভাষক হিসাবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি মোছাঃ হালিমা খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক হিসাবেও যুক্ত ছিলেন। নিত্যনন্দ দাশ সন্ধানী ব্লাড ব্যাংক, খুলনা বিভাগের সহ-সভাপতি হিসাবেও যুক্ত ছিলেন।

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে নিত্যনন্দ দাশ এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্ৰুপ (এসিজি), ঢাকা ইয়েস, টিআইবি সদস্য, ইয়াং প্রফেশনালস অ্যাগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


Notice