সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়া - এর অ্যাকটিভ সিটিজেন্স গ্ৰুপ (এসিজি) সদস্য প্রলয় দে এর মৃত্যুতে আমরা শোকাহত

প্রকাশকাল: ১৭ মার্চ ২০২৫

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়া এর সাথে সংশ্লিষ্ট অ্যাকটিভ সিটিজেন্স গ্ৰুপ (এসিজি), মিলনচক্র সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সদস্য প্রলয় দে (জন্ম: ২ ডিসেম্বর ২০০২) এর অকাল মৃত্যুতে টিআইবি গভীরভাবে শোকাহত।

প্রলয় দে ১২ মার্চ ২০২৫ নিজ বাড়িতে ভোর রাতে ঘুমন্ত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ১৬ আগস্ট ২০২২ থেকে প্রলয় দে সনাক, পটিয়া - এর সাথে সংশ্লিষ্ট মিলনচক্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানোন্নয়নে গঠিত অ্যাকটিভ সিটিজেন্স গ্ৰুপ (এসিজি) এর সাথে সম্পৃক্ত হয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি চট্টগ্রামের গাছবাড়িয়া সরকারি কলেজে অর্থনীতি বিভাগের স্নাতক (সম্মান) ২য় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

প্রলয় দে স্থানীয় মিলনচক্র ক্লাবের সক্রিয় সদস্য হিসেবে যুক্ত থেকে মিলনচক্র এলাকায় সাংস্কৃতিক বিকাশে বিশেষ ভূমিকা রাখেন। প্রলয় দে স্বেচ্ছায় রক্তদান করার পাশাপাশি অন্যদের রক্তদানে উদ্বুদ্ধ করতেন।

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে প্রলয় দে এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্ৰুপ (এসিজি), ঢাকা ইয়েস, টিআইবি সদস্য, ইয়াং প্রফেশনালস অ্যাগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


Notice