প্রকাশকাল: ০৪ অক্টোবর ২০২২
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বরিশাল - এর উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন স্বজন সদস্য অধ্যক্ষ মো: শামসুদ্দীন আহমেদ (জন্ম: ০১ ডিসেম্বর ১৯৩১) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ০২ অক্টোবর ২০২২ বরিশাল শহরের কলেজ রোড এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২০০৯ সালের ১৮ ডিসেম্বর স্বজন সদস্য এবং ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর উপদেষ্টা হিসেবে সনাক, বরিশাল এর সাথে সম্পৃক্ত থেকে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।