প্রকাশকাল: ২২ জানুয়ারি ২০২৬
২০২৩ সালে টিআইবি প্রথমবারের মতো হলফনামার প্রকাশিত সকল উন্মুক্ত তথ্যকে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় জবাবদিহি ও সুশাসনের দৃষ্টিকোন থেকে বিশ্লেষণ কাঠামোতে ফেলে সবার জন্য ব্যবহারযোগ্য একটি ড্যাশবোর্ড তৈরি করে এবং তার ভিত্তিতে সর্বসাধারণের কাছে বিশ্লেষণের ফলাফল তুলে ধরে। এর মধ্য দিয়ে বড় পরিসরে হলফনামার সকল তথ্য আরো বিশ্লেষণযোগ্যভাবে সহজলভ্য করার মাধ্যমে প্রার্থী সম্পর্কে ভোটারদের মধ্যে সচেতনতা তৈরির সুযোগ সৃষ্টি হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ অংশীজন কর্তৃক সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়। এর ধারাবাহিকতায় পরবর্তীতে উপজেলা পরিষদ নির্বাচনসমূহকেও এই ড্যাশবোর্ডের আওতায় এনে বিশ্লেষণ করা হয়। আর এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরো পূর্ণাঙ্গ ও বিস্তারিতভাবে এই তথ্যসমূহ বিশ্লেষণ করা হয়েছে।
২০২৩ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামার তথ্য বিশ্লেষণ করে, টিআইবির দেওয়া সুপারিশের প্রেক্ষিতে ২০২৫ সালের গণপ্রতিনিধিত্ব আদেশে সম্পদ বিবরণী জমা দেওয়ার ক্ষেত্রে দেশে ও বিদেশে প্রার্থী নিজে ও তার স্ত্রী, স্বামী কিংবা নির্ভরশীলদের সকল সম্পদের বিবরণী প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। এবার হলফনামায় প্রার্থী পরিচিতির ক্ষেত্রে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ অন্যান্য নানা নির্ভরযোগ্য ও দায়িত্বশীল সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখিয়েছে যে, কিভাবে এক বা একাধিক প্রার্থী বিদেশে নাগরিকত্ব থাকার বিষয়টি গোপন করেছেন। তাদের দেশের বাইরে স্থাবর-অস্থাবর সম্পত্তি থাকার নির্ভরযোগ্য ও প্রমাণভিত্তিক তথ্য-উপাত্তসাপেক্ষে টিআইবি বিষয়টি যাচাই করেছে।
২০২৬ এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধ প্রার্থীদের হলফনামায় প্রদত্ত তথ্যের ভিত্তিতে টিআইবি এবারও "হলফনামায় প্রার্থী পরিচিতি" শীর্ষক এই বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রস্তুত করেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন-