নবায়নযোগ্য জ্বালানি বিকাশে তরুণদের ভাবনা

আইডিয়া কনটেস্ট ২০২৪

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রতিষ্ঠার পর থেকেই সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক এবং দুর্নীতিবিরোধী আন্দোলনে গবেষণানির্ভর অধিপরামর্শমূলক ও জনসম্পৃক্ততা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় টিআইবি ২০১১ সাল থেকে পরিবেশ, জলবায়ু অর্থায়ন, বিদ্যুৎ ও জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি খাতে সুশাসনবিষয়ক গবেষণা ও অধিপরামর্শ কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সরকারের বিবিধ পদক্ষেপ ও চ্যালেঞ্জ রয়েছে। টিআইবি এ খাতের দ্রুত ও অধিকতর কার্যকর বিকাশের উপযোগী সুশাসন নিশ্চিতে অনুকূল পরিবেশ তৈরির লক্ষে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাশাপাশি উন্নয়ন সহযোগী, সংশ্লিষ্ট সংস্থা এবং অংশীজনের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বৃদ্ধি ও প্রাসঙ্গিক নীতি প্রনয়ণের চাহিদা জোরদার করতে সাধারণ জনগণের সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনের সক্ষমতা বিকাশের জন্যও কাজ করছে টিআইবি।

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে নীতি-স্পষ্টতা, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ ও তা বাস্তবায়নের সম্ভাবনা এবং বিবিধ চ্যালেঞ্জসহ বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর সম্পর্কে তরুণদের উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করতে নানামুখী কার্যক্রম পরিচালনা টিআইবির অন্যতম প্রাধান্যের ক্ষেত্র। এরই অংশ হিসেবে “প্রোমোটিং গুড গভর্ন্যান্স এন্ড ইন্টিগ্রিটি ইন দ্যা এনার্জি সেক্টর ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং ২০৫০ সালের মধ্যে এই উৎস থেকে শতভাগ জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে তরুণ প্রজন্মের কাছ থেকে নতুন ও উদ্ভাবনী প্রস্তাবনা পেতে টিআইবি একটি আইডিয়া কনটেস্ট আয়োজন করেছে। প্রতিযোগিতাটি তিনটি পর্বে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার বিষয়

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

প্রতিযোগিতার উদ্দেশ্য

  • নবায়নযোগ্য জ্বালানির কার্যকর প্রসারে নীতি-স্বচ্ছতা অর্জন, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ ও তা অর্জনে তরুণদের নতুন ও উদ্ভাবনী ধারণা বিকাশে উদ্বুদ্ধ করা;
  • নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব সম্পর্কে তরুণ সমাজকে সচেতন করা; এবং
  • টেকসই ও নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণ ত্বরান্বিত করার জন্য তরুণ ভাবনাপ্রসূত নতুন ও উদ্ভাবনী সমাধানগুলোর বিশ্লেষণনির্ভর প্রয়োগ করতে নীতি নির্ধারক, বিনিয়োগকারী, উন্নয়ন সহযোগী, সংশ্লিষ্ট সংস্থা ও অংশীজনকে উৎসাহিত করা।

প্রতিযোগিতার পুরস্কার

চূড়ান্ত পর্বে বিজয়ীদের ব্যক্তিগত ক্রেস্ট, সনদ ও দলগত পুরস্কার

চ্যাম্পিয়ন ৳ ৫০,০০০
প্রথম রানার আপ ৳ ৩০,০০০
দ্বিতীয় রানার আপ ৳ ২০,০০০

রিডিং ম্যাটেরিয়ালস

প্রাথমিক আইডিয়া জমা দেওয়ার শেষ তারিখ: ০৭ সেপ্টেম্বর ২০২৪

যোগাযোগ: কোঅর্ডিনেটর, এনার্জি গভর্ন্যান্স, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
মাইডাস সেন্টার, লেভেল ৪ ও ৫, বাড়ি ০৫, সড়ক ২৭ (পুরাতন) ১৬ নতুন, ধানমন্ডি, ঢাকা ১২০৯
ফোন : ৮৮০ ২ ৪১০২১২৬৭-৬৯

JOIN TIB. FIGHT AGAINST CORRUPTION

Have your say in our work and help us be there for people at risk – become a member today.

HOW DO I JOIN?