সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ০৮ নভেম্বর ২০২৫: দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় প্রত্যয় নিয়ে শেষ হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। আজ সাভারের সিসিডিবি হোপ সেন্টারে আয়োজিত ফাইনালে রানারআপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরাম। প্রতিযোগিতার সেরা বিতার্কিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফারিম আহসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিফতাহুল জান্নাত রিফাত ফাইনালের সেরা বিতার্কিক হয়েছেন। সারাদেশের ৩২টি বিতর্ক দল এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বিতার্কিকরা দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অন্যতম সহযোদ্ধা। বিতর্কের মূল্যবোধ আর দুর্নীতিবিরোধী মূল্যবোধ একইসূত্রে গাঁথা। একজন প্রকৃত বিতার্কিক কখনোই দুর্নীতি করতে পারেন না। বিতর্কের মাধ্যমে আমরা পরস্পর আলোকিত হই। আমাদের জবাবদিহিতা, স্বচ্ছতার চর্চা শানিত হয়। পারস্পারিক সহমর্মিতাবোধ তৈরি হয়, যা দুর্নীতিবিরোধী মূল্যবোধের অবিচ্ছেদ্য অঙ্গ।’
দুর্নীতিপ্রতিরোধের অপরিহার্য চারটি উপাদান হলো- রাজনৈতিক সদিচ্ছা; দুর্নীতির অভিযোগের ন্যায়বিচার; প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও শুদ্ধতা নিশ্চিত করা এবং জনগণকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, কার্যকর দুর্নীতিপ্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই। ক্ষমতার কেন্দ্রে যারা অবস্থান করেন, তাদেরকেই এ ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হতে হবে। দ্বিতীয়ত, কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে, অবস্থান, পেশা ও পরিচয়ের ঊর্ধে উঠে তাকে জবাবদিহিতার আওতায় আনতে ন্যায়চবিচার নিশ্চিত করা জরুরি। তৃতীয়ত, দুর্নীতির অভিযোগের ন্যায়বিচার নিশ্চিতে দুদকসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। দুর্নীতি নিয়ন্ত্রণ বা প্রতিরোধ দুদকের একক দায়িত্ব নয়। এক্ষেত্রে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতীয় সংসদ, আইনপ্রয়োগকারী সংস্থা, বিচারব্যবস্থা ও প্রশাসন, বিশেষ করে আমলাতন্ত্রে দুর্নীতিবিরোধী চর্চা প্রতিষ্ঠা না হলে দুর্নীতিপ্রতিরোধের প্রত্যাশা পুরণ হবে না। দুর্নীতিপ্রতিরোধে এ সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ ও ভূমিকা পালন করতে হবে। সর্বোপরি, জনগণকে সোচ্চার হতে হবে, বিশেষ করে তরুণ প্রজন্মকে তৈরি করতে হবে। ভবিষ্যত নেতৃত্ব দুর্নীতির বিরুদ্ধে যাতে সোচ্চার ভূমিকা পালনের উপযোগী হয়ে উঠতে পারে, সে ব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে। তারাই দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের মূল চালিকাশক্তি। বায়ান্নের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে, নব্বইয়ে সর্বোপরি চব্বিশের পরিবর্তনে তরুণ প্রজন্ম যদি এতবড় ভূমিকা পালন করতে পারে, তাহলে দুর্নীতির বিরুদ্ধে কেন তারা কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হবে? তরুণ প্রজন্মই আমাদের অনুপ্রেরণা।’
তিন দিনব্যাপী আয়োজিত আবাসিক বিতর্ক প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য অংশগ্রহণকারী বিতার্কিক ও বিচারকদের ধন্যবাদ জানিয়ে টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বিতর্ক করে যতটা না জয়ী হওয়া যায়, তার চেয়ে বেশি জানার সুযোগ তৈরি হয়। আমাদের মন ও মননের উন্নতি ঘটে। যারা অংশগ্রহণ করেছেন, তারা সবাই জয়ী হয়েছেন।’
প্রতিযোগিতায় নারীর সমঅধিকার মূল্যবোধের চর্চা বাস্তবায়ন ও তরুণদের উৎসাহ প্রদানের অংশহিসেবে এ বছরের আয়োজনে প্রতিটি বিতর্ক দল ও বিচারক প্যানেলে কমপক্ষে একজন নারী সদস্যের বাধ্যতামূলক অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়েছে। ৬ থেকে ৮ নভেম্বর ২০২৫, তৃতীয়বারের মতো এই আবাসিক বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার, রানারআপ দলকে ৩০ হাজার ও সেরা বিতার্কিককে ১০ হাজার টাকা পুরস্কারসহ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। এবারের আয়োজনের সেরা আটটি দল আগামী বছরের আয়োজনে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।
গণমাধ্যম যোগাযোগ:
মোহাম্মদ তৌহিদুল ইসলাম
পরিচালক, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
মোবাইল: ০১৭১৩-১০৭৮৬৮
ই-মেইল: tauhidul@ti-bangladesh.org