সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ০৭ নভেম্বর ২০২৫: পরমত-সহিষ্ণুতা, সহমর্মিতা, অন্যের অভিমত ও অধিকারের প্রতি শ্রদ্ধাশীলতা এবং পারস্পরিক সম্মান প্রদর্শনসহ দ্বিমত থাকলে যুক্তির মাধ্যমে তা খণ্ডন করাই হলো বিতর্কের মূল্যবোধ, যা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে প্রায় অনুপস্থিত বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ সাভারের সিসিডিবি হোপ সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। সংস্থাটির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সারাদেশের ৩২টি বিতর্ক দল ও প্রতিযোগিতার বিচারকমণ্ডলী এ সময় উপস্থিত ছিলেন।
বিতার্কিক ও বিচারকদের আন্তরিকভাবে ম্বাগত জানিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বিতর্ক আমাদের সততা, ন্যায়পরায়নতা, মানবিকতা, জাতি-ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে সকলেই সমান, এই বোধে উজ্জীবিত হওয়ার শিক্ষা দেয়। নিজের মতামত ও বক্তব্য উপস্থাপনের পাশাপাশি অন্যেরটা শোনার ধৈর্য্য ও মানসিকতা এবং যৌক্তিকভাবে নিজের মতামত তুলে ধরা বিতর্কের স্বীকৃত মূল্যবোধ। দুর্ভাগ্যবশত আমাদের সমাজ, রাষ্ট্র ও রাজনৈতিক অঙ্গণে এই মৌলিকবোধের ঘাটতি প্রকট। সুশাসন নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে এই মূল্যবোধকে ধারণ ও চর্চাকে অব্যাহত রাখতে হবে।’
তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করার জন্য সারাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন ছড়িয়ে দেওয়ার অংশহিসেবে টিআইবির এই আয়োজন উল্লেখ করে ড. জামান বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, এক্ষেত্রে তরুণরা আমাদের অনুপ্রেরণা। বিতার্কিকগণ নিজেরা দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ ও উৎসাহিত করবেন। আজকের এই আয়োজন প্রজন্মের সেতুবন্ধন ও মিলনমেলা, যা আমাদের জন্য গর্বের ও খুশির ব্যাপার।’
এ বছরের আয়োজনে প্রতিটি বিতর্ক দল ও বিচারক প্যানেলে কমপক্ষে একজন নারী সদস্যের বাধ্যতামূলক অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘নারীর প্রতি সহিংসতার অন্যতম কারণ হলো নারী-পুরুষের সমতাবোধের চর্চার ঘাটতি। নারীর ক্ষমতায়নের পূর্বশর্ত হিসেবে সমাজ, রাষ্ট্র ও পরিবারে সিদ্ধান্তগ্রহণ ও বাস্তবায়নে নারীর সমঅংশগ্রহণের সুযোগ নিশ্চিতের বিকল্প নেই। এই প্রতিযোগিতায় নারীর সমঅধিকার মূল্যবোধের চর্চা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে এবং বিতার্কিকরা তা ধারণ করবে, এই প্রত্যাশা করছি।’
সর্বোপরি বিতর্কে কেউ পরাজিত হয় না, এখানে সকলেই জয়ী হয়। যা আমাদের যৌক্তিক বোধকে শানিত করার পাশাপাশি রাষ্ট্র, সমাজ ও বৈশ্বিক জ্ঞান ও ধারণা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান।
এ বছর তৃতীয়বারের মতো ৬ থেকে ৮ নভেম্বর ২০২৫ এই আবাসিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার, রানারআপ দলকে ৩০ হাজার ও সেরা বিতার্কিককে ১০ হাজার টাকা পুরস্কারসহ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। এবারের আয়োজনের সেরা আটটি দল আগামী বছরের আয়োজনে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।
গণমাধ্যম যোগাযোগ:
মোহাম্মদ তৌহিদুল ইসলাম
পরিচালক, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
মোবাইল: ০১৭১৩-১০৭৮৬৮
ই-মেইল: tauhidul@ti-bangladesh.org