সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ০৭ অক্টোবর ২০২৫: লন্ডনের ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাক্ষাৎকারের অংশ হিসেবে প্রকাশিত ও ০৬ অক্টোবর ২০২৫ বাংলাদেশের শীর্ষস্থানীয়সহ বিভিন্ন দৈনিকে পুনঃপ্রকাশিত প্রতিবেদনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রণীত দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থানসংক্রান্ত তথ্য ভুল ও বিভ্রান্তিকর হওয়ায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছে।
১৯৯৫ সাল থেকে টিআই দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে আসছে। বাংলাদেশ ২০০১ সালে প্রথম এই সূচকের অন্তর্ভুক্ত হয় এবং সেবারই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিলো সর্বনিম্ন। তখন ক্ষমতায় ছিলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। এরপর ২০০৫ সাল পর্যন্ত টানা চার বছর সূচকের অন্তর্ভুক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশের সর্বনিম্ন অবস্থান অপরিবর্তিত ছিলো। তখন ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলো বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট। এক্ষেত্রে বিএনপির শাসনামলের টানা পাঁচ বছর দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান সর্বনিম্নে ছিলো- ফিন্যান্সিয়াল টাইমসকর্তৃক প্রকাশিত এ তথ্য সঠিক নয়।
টিআই প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থানসংক্রান্ত উল্লিখিত তথ্য-উপাত্ত সকলকে পুনরায় অবগত করার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে ভুল বুঝাবুঝির ঝুঁকি এড়িয়ে চলার অনুরোধ করছে টিআইবি। ইতোমধ্যে টিআইবি ফিন্যান্সিয়াল টাইমসের সংশ্লিষ্ট প্রতিবেদকদের তাদের ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের ব্যাপারে সরাসরি অবহিত করাসহ সংশোধনীর অনুরোধ করেছে।
উল্লেখ্য, সিপিআই নির্ণয়ে টিআইবি কোনো ভূমিকা পালন করে না। এমনকি টিআইবির গবেষণা থেকে প্রাপ্ত কোনো তথ্য বা বিশ্লেষণ সিপিআই-এ অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। পৃথিবীর অন্যান্য দেশের টিআই চ্যাপ্টারের মতো টিআইবিও দুর্নীতির ধারণা সূচক দেশীয় পর্যায়ে প্রকাশ করে মাত্র।
গণমাধ্যম যোগাযোগ:
মোহাম্মদ তৌহিদুল ইসলাম
পরিচালক, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
মোবাইল: ০১৭১৩-১০৭৮৬৮
ই-মেইল: tauhidul@ti-bangladesh.org