ঢাকা, ৩ নভেম্বর ২০১৬: ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৬ উপলক্ষে ‘দুর্জয় তারুণ্য - দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই প্রতিপাদ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জাতীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেছে ।
প্রতিযোগিতায় একাদশ থেকে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত বাংলাদেশের যেকোনো কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এককভাবে নিজস্ব উদ্যোগে অথবা প্রাতিষ্ঠানিকভাবে অংশগ্রহণ করতে পারবেন। বাংলা ও ইংরেজী উভয় মাধ্যমে পৃথকভাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে একজন প্রতিযোগী শুধুমাত্র একটি মাধ্যমেই অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রতিযোগীকে টিআইবি বরাবর আবেদন করতে হবে।
গণমাধ্যম যোগাযোগ:
পরিচালক
আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
ফোন: +৮৮ ০২ ৪১০২১২৬৭-৭০