ব্রাজিলের বেলেমে আসন্ন কপ-৩০ জলবায়ু সম্মেলন

জাতিসংঘের জলবায়ু সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়ায় জীবাশ্ম জ্বালানি সংশ্লিষ্টদের অনৈতিক হস্তক্ষেপ নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে অন্যতম বাধা; স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহবান টিআইবির

প্রকাশকাল: ১১ নভেম্বর ২০২৫

ব্রাজিলের বেলেমে ১০ থেকে ২১ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত কপ-৩০ জলবায়ু সম্মেলনকে প্যারিস চুক্তির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলনগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ১০ বছর আগে ১৯৫টি দেশ প্যারিস চুক্তির অধীনে বিশ্বব্যাপী তাপমাত্রা হ্রাসের যে প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছিলো, তা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়নি। বরং বৈশ্বিক তাপমাত্রা ইতোমধ্যেই ১.২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পাশাপাশি জলবায়ু তাড়িত দুর্যোগ ও ক্ষয়ক্ষতি বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে, জলবায়ু অর্থায়ন প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি পায়নি। তাই এ বছর জলবায়ু সম্মেলনের মূল আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে বার্ষিক কমপক্ষে ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়ন সংগ্রহে নিউ কালেক্টিভ কোয়ান্টিফাইড গোল (NCQG) নির্ধারণ করা। এ ছাড়া, এই সম্মেলনের আলোচনায় ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি তিনগুণ এবং জ্বালানি দক্ষতা দ্বিগুণ করার লক্ষ্যমাত্রার অগ্রগতি পর্যবেক্ষণ, জাতীয় জলবায়ু প্রতিশ্রুতিতে জ্বালানি রূপান্তর পরিকল্পনা অন্তর্ভুক্ত করা, সবুজ শিল্পসম্পর্কিত কৌশল প্রচার করা এবং প্রাকৃতিক সম্পদ সুরক্ষা ও জলবায়ু-প্রকৃতি সংযোগকরণে ‘আদিবাসী’ জনগোষ্ঠীর ভূমিকার ওপর জোর দেওয়া হবে। তবে জলবায়ু সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়ায় জীবাশ্ম জ্বালানি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ক্রমবর্ধমান স্বার্থ এবং অনৈতিক হস্তক্ষেপ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে একটি অন্যতম বাধা হিসেবে আবির্ভূত হয়েছে। এটি জলবায়ু সম্মেলনে আলোচনা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করছে।

বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন -


Position Paper