TIB's position on National Broadcasting Policy 2014 (Bangla Position Paper)
Published:
14 August 2014
সম্প্রচার মাধ্যম বিশ্বজুড়ে জনগণকে তথ্য জানানোর, শিক্ষণীয় বিষয়ে অবহিত এবং বিনোদন প্রদান ছাড়াও জনগণের অভিমত তুলে ধরার মাধ্যমে এবং রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বকে জবাবদিহিতার আওতায় এনে সুশাসন, টেকসই, ভারসাম্যপূর্ণ এবং অংশগ্রহণমূলক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সম্প্রচার মাধ্যমসহ গণমাধ্যম সার্বিকভাবে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিগনিত হয়ে থাকে। ২০১২ সালে বাংলাদেশ সরকারের প্রণীত জাতীয় সততা কৌশলের অন্যতম স্তম্ভ হিসেবে গণমাধ্যমের তথা সম্প্রচার মাধ্যমের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে।