প্রকাশকাল: ২১ সেপ্টেম্বর ২০২৫
ধারণাপত্র
তথ্যকে গণতন্ত্রের অক্সিজেন হিসেবে বিবেচনা করা হয়। তথ্যে সার্বজনীন অভিগম্যতা একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের জ্ঞানগত ও অন্যতম প্রক্রিয়াগত ভিত্তি। যা একইসঙ্গে ব্যক্তির হাতে রাষ্ট্রীয় মালিকানা এবং স্বাধীন মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার অন্যতম অনুষঙ্গ। একইসঙ্গে তথ্যের অবাধ প্রবাহ ব্যতীত জনগণের ক্ষমতায়ন ও জনগণের কাছে সরকারের জবাবদিহির ধারণাও অথহীন। সর্বোপরি গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন তথা সুশাসন নিশ্চিত করতে তথ্যের অবাধ প্রবাহ ও অভিগম্যতা অন্যতম পূর্বশর্ত হিসেবে স্বীকৃত।
এ বছর দিবসটি উদ্যাপনের অন্যতম লক্ষ্য হচ্ছে- সাধারণ জনগণ ও অংশীজন প্রয়োজনীয় তথ্যউপাত্ত সঠিকভাবে অবগত হয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সুশাসন এবং টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে তাদের কার্যকর অংশগ্রহণ ও ভূমিকা পালনে সক্ষমতা অর্জন করতে পারে। বাংলাদেশের বাস্তবতায় এ মূলভাবের সাথে সংহতির পাশাপাশি টিআইবি দীর্ঘ এক বছর যাবত তথ্য কমিশন গঠনে সরকারের ব্যর্থতার তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে কমিশন গঠনের আহবান জানাচ্ছে।
পুরো ধারণাপত্রের জন্য এখানে ক্লিক করুন