টিআইবি একটি স্বাধীন, নিরপেক্ষ, দলীয় রাজনীতিমুক্ত ও অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান। টিআইবি এমন এক বাংলাদেশ দেখতে চায় যেখানে সরকার, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের জীবন হবে দুর্নীতির প্রভাব থেকে মুক্ত।

দুর্নীতির বিরুদ্ধে একটি জোরালো সামাজিক আন্দোলন গড়ে তুলতে টিআইবি সক্রিয়, যাতে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠানে দুর্নীতি রোধ করা যায় এবং সেইসাথে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। প্রশাসন, রাজনীতি, ব্যবসা-বাণিজ্যসহ দেশের সকল ক্ষেত্রে যাতে স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক ব্যবস্থা গড়ে ওঠে সেই লক্ষ্যেই টিআইবি কাজ করে যাচ্ছে। 

টিআইবির গবেষণা, নাগরিক সম্পৃক্ততা, যোগাযোগ ও প্রচারাভিযানের উদ্দেশ্য হলো নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের কার্যকর চাহিদা সৃষ্টি করা, যার ফলে দুর্নীতি নিয়ন্ত্রণ তরান্বিত হয়। স্থানীয় পর্যায়ে নাগরিক স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে নিবিড়ভাবে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে কাজ করার উদ্দেশ্যে দেশের ৪৫টি স্থানে টিআইবি'র কার্যক্রম বিস্তৃত আছে।