• header_en
  • header_bn

করোনা ভাইরাস সংকট মোকাবিলায় সুশাসনের চ্যালেঞ্জ: দ্বিতীয় পর্ব

করোনা ভাইরাস ডিজিজ, ২০১৯ (কোভিড-১৯) সংক্রামক রোগটি বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম জনস্বাস্থ্য সংকট হিসেবে বিবেচিত। ২০২০ সালের ৩১ অক্টোবর পর্যন্ত সারা বিশ্বের ১৮৮টি দেশে চার কোটি ৫৪ লক্ষ ২৮ হাজার ৭৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয় এবং ১১ লক্ষ ৮৫ হাজার ৭২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। স্বাস্থ্য সমস্যার পাশাপাশি সারা বিশ্বে শিক্ষা, আয় ও কর্মসংস্থান, বিশ্ব বাণিজ্য, খাদ্য নিরাপত্তা ইত্যাদি বিষয়ের ওপর করোনা ভাইরাসের প্রভাব লক্ষ করা যায়। বাংলাদেশে সর্বপ্রথম ৮ মার্চ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে সর্বমোট চার লক্ষ সাত হাজার ৬৮৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয় এবং পাঁচ হাজার ৯২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। মোট আক্রান্তের সংখ্যার হিসাবে বাংলাদেশ বর্তমানে সারা বিশ্বের মধ্যে ২০তম অবস্থানে রয়েছে। তবে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ও আইসিডিডিআর,বি-এর একটি যৌথ জরিপের মাধ্যমে জানা যায় জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ঢাকায় আক্রান্তের হার ৪৫ শতাংশ। অর্থাৎ ঢাকার প্রায় এক কোটি মানুষ আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞ মতে পরবর্তী তিনমাসে আক্রান্তের হার ৬০-৬৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হয়েছে। দেশে করোনার সংক্রমণের মাত্রা সাম্প্রতিক সময়ে কমে আসলেও এটি  এখনো একটি বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি হিসেবে বিরাজমান। করোনার প্রভাবে সারা বিশ্বের সাথে সাথে বাংলাদেশেও সরকারি ও বেসরকারি কার্যক্রম স্থবির হয়েছে পড়েছে, এবং স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থানসহ সামগ্রিক অর্থনীতি দীর্ঘমেয়াদি ক্ষতির সম্মুখীন।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন
মূল প্রতিবেদন (বাংলা)
সার-সংক্ষেপ (বাংলা)
Executive Summary (English)
উপস্থাপনা
FAQ
Virtual Press Conference (Video Link)