জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব রোধে কার্বন নিঃসরণের নেতিবাচক প্রভাব কমাতে কাঙ্খিত উপশন (Mitigation) ও অভিযোজন কার্যক্রম নিয়ে বিশ^ যখন একটি ঐকমত্যের পথ খুজছিলো, তখন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক কাঠামো কনভেনশনের (ইউএনএফসিসিসি) এর উদ্যোগে পরিচালিত ১৯৫টি রাষ্ট্রপক্ষগুলোর আলোচনায় বিশে^র সব দেশকে কার্বন নিঃসরণ কমাতে বৈশ্বিক অঙ্গীকার করার আহ্বান জানানো হয়। এ প্রেক্ষিতে ২০১৫ সালে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তিতে বিশ্ব সম্মত হয় এবং চুক্তির পক্ষভুক্ত দেশসমূহ ২০৩০ পর্যন্ত উপশনসহ বিভিন্ন কার্যক্রম সংক্রান্ত ইনটেন্ডেড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (আইএনডিসি) বা জাতীয়ভাবে নির্ধারিত অনুমিত অবদান এর আওতায় বৈশ্বিক উষ্ণায়ণ প্রক্রিয়া প্রতিরোধের লক্ষ্যে কার্বন নিঃসরণ কমাতে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি প্রদান করে। প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বের প্রায় ১৬৫ দেশ নিজেদের কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি প্রদান করেছে।