সনাক, শ্রীমঙ্গলের সভাপতি মোঃ আব্দুন নূর-এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গলের সভাপতি মোঃ আব্দুন নূর (জন্ম ১৯৪৮) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ২৩ নভেম্বর ২০১৫ দিবাগত রাত ১:১৫ টায় ক্যান্সারে আক্রান্ত হয়ে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের দক্ষিণ ভাড়াউড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মৌলভীবাজারের খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকুরী শুরু করে পরবর্তীতে সিলেট লালা বাজার উচ্চ বিদ্যালয় এবং আম্বর খানা বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরবর্তীতে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতাকালীন তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছিলেন।
০৬ অক্টোবর ২০০৫ সালে সনাক প্রতিষ্ঠার সময় থেকে সনাক, শ্রীমঙ্গলের সাথে সম্পৃক্ত হয়ে মোঃ আব্দুন নূর সনাক সদস্য, সহ-সভাপতি ও সভাপতি হিসেবে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সনাক, সভাপতি পদে নির্বাচিত হয়ে মৃত্যুবরণের পূর্ব পর্যন্ত তিনি সফলভাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি শ্রীমঙ্গল স্বাস্থ্য সেবাগ্রহীতা ফোরামের সভাপতি এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সদস্য ছিলেন। শিক্ষানুরাগী, বন্ধু বৎসল, সদালাপী কোমল প্রকৃতির মোঃ আব্দুন নূর শিক্ষার্থীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। মৃত্যুকালে তিনি অশীতিপর বৃদ্ধ মাতা, স্ত্রী, দুই কন্যা, দুই পুত্রসহ অসংখ্য স্নেহভাজন ছাত্র-ছাত্রী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী আন্দোলনে মোঃ আব্দুন নূর-এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।