ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) বরগুনার অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য এবং শিক্ষাবিদ অধ্যক্ষ রাজিয়া বেগম ৫ ডিসেম্বর ২০১৩ বৃহষ্পতিবার সকাল ৪.৪৫ মি. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (৯ ফেব্রুয়ারি ১৯৪৮- ৫ ডিসেম্বর ২০১৩)।
এক শোক বার্তায় টিআইবি ট্রাস্টি বোর্ড ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক-স্বজন-ইয়েস ও ঢাকা ইয়েস সদস্য দুর্নীতিবিরোধী আন্দোলনের একজন সাহসী সহযাত্রী অধ্যক্ষ রাজিয়া বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের অতি পরিচিত মুখ অধ্যক্ষ রাজিয়া বেগম ছিলেন একাধারে একজন শিক্ষাবিদ, সমাজসেবী, নারী অধিকার ও দুর্নীতিবিরোধী আন্দোলনের অগ্রণী কর্মী। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণ, দূরদৃষ্টিসম্পন্ন পরামর্শ ও আন্তরিক সহযোগিতা টিআইবি শ্রদ্ধাভরে স্মরণ করছে।