• header_en
 • header_bn

 

Corruption increases poverty and injustice. Let's fight it together...now

 

CCC News by year


 • CCC Corner

  • সনাক, জামালপুর - এর সহ-সভাপতি শফিক জামান লেবু’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

   ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), জামালপুরের সহ-সভাপতি শফিক জামান লেবু (জন্ম: ০১ জানুয়ারি ১৯৬১ ইং) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। গত ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় জামালপুরের দেওয়ানপাড়াস্থ তার নিজ বাসভবনে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাঁকে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সনাক, জামালপুরে ২০১৬ সালের মে মাস থেকে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।  বিশিষ্ট কবি, সংবাদিক শফিক জামান লেবু মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, জামালপুরের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি তাঁর জীবদ্দশায় জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি, এনটিভি’র স্টাফ করসপনডেন্ট, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি, জাতীয় কবিতা পরিষদ জামালপুরের সভাপতি, পরিবেশ বাঁচাও জামালপুরের সভাপতি, উদীচী জামালপুরের উপদেষ্টা ও সাবেক...

  • সনাক, মধুপুর - এর স্বজন সদস্য অনেষ নকরেক এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

   ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মধুপুর এর স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সদস্য অনেষ নকরেক (জন্ম: ১৭ মে ১৯৩৫) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি ১৪ মার্চ ২০১৯ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অনেষ নকরেক দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। ২৬ আগস্ট ২০১৪ থেকে সনাক, মধুপুর এর সাথে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অনেষ নকরেক স্থানীয় আদিবাসী উন্নয়ন সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও পাঁচ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে অনেষ নকরেক এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস ও ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।  

  • সনাক, খুলনা’র স্বজন সদস্য নাদিম-উল-আলম এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

   ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা এর স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সদস্য নাদিম-উল-আলম  (জন্ম: ২২ অক্টোবর, ১৯৮২) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ফেব্রুয়ারি ২০১৯ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সনাক, খুলনা এর সাথে ০৫ জানুয়ারি ২০১৬ থেকে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নাদিম-উল-আলম দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার নিয়মিত সাংবাদিক ও বাংলাদেশ বেতার খুলনা’র অনুষ্ঠান সঞ্চালক ছিলেন। এছাড়া তিনি মানবসেবা ও সামাজিক উন্নয়ন সংস্থা (মাসাস) এর উপদেষ্টা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর আজীবন সদস্য এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুর্নীতিবিরোধী আন্দোলনে নাদিম-উল-আলম এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের...

  • সনাক, পটুয়াখালী’র সভাপতি মোঃ আবদুর রব আকন এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

   ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), পটুয়াখালী’র সভাপতি মোঃ আবদুর রব আকন (জন্ম: ০১ জানুয়ারি ১৯৫৩) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ১০ ফেব্রুয়ারি ২০১৯ রাত সাড়ে ৯টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ১১ ফেব্রুয়ারি ২০১৯ তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সকাল সাড়ে ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সনাক পটুয়াখালী’র প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষাবিদ মোঃ আবদুর রব আকন মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, পটুয়াখালী’র পাশাপাশি অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথেও সম্পৃক্ত ছিলেন। তিনি তাঁর জীবদ্দশায় পটুয়াখালী ম্যানগ্রোভ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি, বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি - পটুয়াখালী’র সভাপতি, পৌর কমিউনিটি পুলিশিং এর সেক্রেটারি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ অসংখ্য...

  • সনাক, চাঁপাইনবাবগঞ্জ-এর সদস্য মোঃ আব্দুল মান্নান’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

   ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁপাইনবাবগঞ্জ এর সদস্য মোঃ আব্দুল মান্নান এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ২২ জানুয়ারি ২০১৯ আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। আব্দুল মান্নান ২০১৮ সালের ১৭ অক্টোবর থেকে সনাক, চাঁপাইনবাবগঞ্জ এ সদস্য হিসেবে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশিষ্ট সমাজকর্মী ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার আব্দুল মান্নান মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, চাঁপাইনবাবগঞ্জ এর পাশাপাশি অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথেও সম্পৃক্ত ছিলেন। তিনি তাঁর জীবদ্দশায় নিরাপদ সড়ক আন্দোলনের কর্মী, উদীচী শিল্পী গোষ্ঠীর চাঁপাইনবাবগঞ্জ শাখার সদস্য, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা-কর্মচারী সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য দিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুর্নীতিবিরোধী...

  • সনাক, যশোর-এর সদস্য আবু সালেহ্ তোতা’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

   ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), যশোর এর সদস্য ও সাবেক সভাপতি আবু সালেহ্ তোতা (জন্ম: ০১ নভেম্বর ১৯৫১) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ২১ সেপ্টেম্বর ২০১৮ বেলা ১২টায় যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সনাক, যশোর-এর প্রতিষ্ঠালগ্ন থেকেই সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশিষ্ট সমাজকর্মী ও ব্যবসায়ী আবু সালেহ্ তোতা মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, যশোর’র পাশাপাশি অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি তাঁর জীবদ্দশায় যশোর সুরবিতান সঙ্গীত একাডেমীর সভাপতি, খুলনা বিভাগীয় মোটরসাইকেল ডিলার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি এবং যশোর সন্দীপনের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে আবু সালেহ্ তোতা এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ...

  • সনাক, পিরোজপুর-এর সদস্য মোহসেনাতুন নেছা মাসুম’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

   ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুর এর সদস্য মোহসেনাতুন নেছা  মাসুম (জন্ম: ১৩ ফেব্রুয়ারি ১৯৪৮) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ১৭ জুলাই ২০১৮ পিরোজপুরস্থ সি. আই. পাড়ায় নিজ বাসভবন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১১ মে ২০০৫ সনাক, পিরোজপুর - এর সাথে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।  অকৃতদার, স্বভাবকবি মোহসেনাতুন নেছা মাসুম ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি. এ. ডিগ্রী লাভ করেন। তিনি পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৯৬৯ সালে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ২০০৫ সালে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালনরত অবস্থায় শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সনাক, পিরোজপুর ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে মোহসেনাতুন নেছা মাসুম এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস...

  • সনাক, গাজীপুর এর সদস্য জমিলা খাতুন এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

   ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), গাজীপুরের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ-সভাপতি জমিলা খাতুন এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ৩০ মে ২০১৮ বার্ধক্যজনিত কারণে ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  সনাক, গাজীপুরের প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে জমিলা খাতুন স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ১৯৪৭ সালের ২ নভেম্বর গাজীপুর জেলার সদর উপজেলায় মারিয়ালি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পেশাগত জীবনে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর জমিলা খাতুন রেডসান ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যক্ষ ছিলেন ও মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি মারিয়ালি প্রি ক্যাডেট একাডেমিতে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। জমিলা খাতুন সকলের কাছে অত্যন্ত সৎ ও প্রগতিশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি ২০০৬ সাল থেকে ২০১৮ পর্যন্ত সনাকের সাথে সদস্য হিসেবে সম্পৃক্ত থেকে দুর্নীতিবিরোধী...

  • সনাক, লালমনিরহাট এর সদস্য মোকতার হোসেন এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

   ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), লালমনিরহাট এর প্রতিষ্ঠাকালীন সদস্য মোকতার হোসেন এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ২৪ মে ২০১৮ সকাল ৭টা ৪০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সনাক, লালমনিরহাট এর প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি হাতীবান্ধা আলীমুদ্দিন ডিগ্রি কলেজের বাংলা বিভাগে শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। স্থানীয়ভাবে অত্যন্ত স্বজ্জন, সৎ ও প্রগতিশীল ব্যক্তি হিসেবে পরিচিত মোকতার হোসেন ২০০৪ সাল থেকে ২০১৮ পর্যন্ত সনাকের সাথে সদস্য হিসেবে সম্পৃক্ত থেকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি রঙ্গপুর গবেষণা পরিষদ, রংপুর, লালমনিরহাট সাহিত্য পরিষদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র, লালমনিরহাট এবং সাহিত্য ও লেখালেখির সাথে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।   দুর্নীতিবিরোধী আন্দোলনে মোকতার হোসেন এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার...

  • সনাক, বরিশাল এর সদস্য প্রফেসর এম. মোয়াজ্জেম হোসেন’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

   ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বরিশাল’র সদস্য ও সাবেক সভাপতি, টিআইবি’র ট্রাস্টি বোর্ড এর উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এবং সাবেক যুগ্ম সচিব বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম. মোয়াজ্জেম হোসেন এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ৪ এপ্রিল ২০১৮ তারিখ দুপুর ২ টা ১৫ মিনিটে বরিশাল শহরের কালুশাহ্ সড়কস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  সনাক বরিশাল এর প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশিষ্ট শিক্ষাবিদ, দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা প্রফেসর এম. মোয়াজ্জেম হোসেন মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, বরিশাল’র পাশাপাশি অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি তাঁর জীবদ্দশায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতি, অবসরপ্রাপ্ত সরকারি কলেজ শিক্ষক সমিতি, রাষ্ট্রবিজ্ঞান সমিতি, কোরআন-হাদিস অধ্যয়ন ফোরাম, বরিশাল এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ সিনিয়র সিটিজেন সমিতি-বরিশাল, বরিশাল ডিবেট...

  << < 1 2 3 4 5 6 > >> (6)

CCC News/Events List