The Parliament is one of the fundamental pillars of the national integrity system. National Parliament is the center of state activities in the parliamentary government system. According to the Bangladesh Constitution, the role of the Parliament is very important in reflecting expectations of the people, enacting laws for public welfare and ensuring accountability of the government to the people [Articles 65 (1) and 76 (2) (c)] In addition, according to the ‘National Integrity Strategy 2012’ of Bangladesh, the Parliament is to make the democratic system consolidated by reflecting the aspirations of the people through enactment of laws and oversight functions. For details please follow the links below: Full Report (Bangla) Executive Summary (Bangla) Executive Summary (English) Presentation ...
Transparency International (TI) undertook an initiative aimed at strengthening anti-corruption agencies (ACAs) in the Asia Pacific Region. This initiative comprised activities that included assessments of ACAs with sustained engagement, dialogue and advocacy at both national and regional levels. As part of this initiative Transparency International Bangladesh (TIB) carried out an assessment of the Anti-Corruption Commission (ACC) of Bangladesh between November 2015 and April 2016. The study aimed at providing the ACC with up-to-date information regarding its performance and opportunities for improvement and providing all stakeholders committed to tackling corruption in the country a better understanding of the enabling and disabling factors which affect the ACC’s efficacy. The findings of the assessment were shared with ACC high officials in March 2016 and later released through a press conference. In the following years the ACC undertook a number of initiatives with an aim to...
জাতীয় সংসদ জাতীয় শুদ্ধাচার ব্যবস্থার মৌলিক স্তম্ভগুলোর অন্যতম। সংসদীয় সরকার ব্যবস্থায় জাতীয় সংসদ রাষ্ট্রীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দু। সংসদের মূল কাজ - আইন প্রণয়ন, জনগণের প্রতিনিধিত্ব ও সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। সংসদ সদস্যগণ সংসদে আলোচনা করে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, দেশের স্বার্থে আইন প্রণয়ন, জাতীয় স্বার্থ সম্পর্কিত বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানো, এবং সেই সাথে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের নেতৃত্ব দিয়ে থাকেন। বাংলাদেশের সংবিধানের ৬৫ (১) ধারায় সুনির্দিষ্ট বিধান সাপেক্ষে সংসদকে প্রজাতন্ত্রের আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয়েছে। ‘টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০’ এর লক্ষ্য ১৬.৬ ও ১৬.৭’ এ যথাক্রমে সকল স্তরে কার্যকর, জবাবদিহিতামূলক ও স্বচ্ছ প্রতিষ্ঠানের বিকাশ এবং সংবেদনশীল (তৎপর), অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বশীল সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করার বিষয় উল্লেখ করা হয়েছে। এছাড়া,‘জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র ২০১২’ এ সংসদে আইন প্রণয়ন ও সরকারের কার্যক্রম তদারকির মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা...
নির্বাহী বিভাগের বেসামরিক কর্মকর্তা-কর্মচারী নিয়ে জনপ্রশাসন গঠিত হয়।জনপ্রশাসনের প্রধান কাজ সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়ন, বিশেষ করে, জনপ্রশাসন সরকারের সকল কার্যক্রমের পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয়, এবং নিয়ন্ত্রণ করে। পল এপলবাই ১৯৪৭ সালে জনপ্রশাসনকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছেন, “জনপ্রশাসন হচ্ছে সরকারি কার্যক্রমগুলির বাস্তবায়নে নিয়োজিত সরকারি নেতৃত্ব যা সরাসরি সরকারের সকল নির্বাহী কর্মের জন্য দায়ী"। তিনি আরও বলেন, গণতন্ত্রের ক্ষেত্রে জনপ্রশাসনকে এমন নেতৃত্ব ও নির্বাহী কর্মকান্ডের সাথে সম্পর্কযুক্ত হতে হয় যা নাগরিকের সম্মান, গুরুত্ব এবং ক্ষমতার প্রতি শ্রদ্ধা ও অবদান রাখে।বাংলাদেশের জনপ্রশাসনের প্রাতিষ্ঠানিক কাঠামো দুই স্তরবিশিষ্ট-উচ্চস্তর ও নিম্নস্তর। উচ্চস্তর হচ্ছে কেন্দ্রীয় সচিবালয় যা মন্ত্রণালয় ও বিভাগ দ্বারা গঠিত এবং নীতি প্রণয়ন ও প্রধান সিদ্ধান্ত গ্রহণে ন্যস্ত। উচ্চস্তরকে নীতিনির্ধারণী কেন্দ্রও বলা যায়।অন্যদিকে নিম্নস্তর হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরযা সাধারণ প্রশাসন এবংমাঠ পর্যায়েসেবা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত।বিভিন্ন মন্ত্রণালয় বিভাজন ও তাদের অধস্তন দপ্তর/সংস্থার পদ সৃজন ও...
Good governance and integrity are pre-requisites for democracy, which is based on a free, fair and participatory election. For this kind of election, a proper process needs to be followed. Although the Election Commission (EC) is constitutionally responsible for conducting elections, other stakeholders including the government along with the administration, law enforcing agencies and other public entities, the political party/ alliance in power, the opposition party/ alliance, candidates, the civil society, the media, election observers, and voters play significant roles. It is observed in earlier researches conducted by TIB in 2007 and 2009 on election processes that in the context of Bangladesh the political parties and the candidates nominated by them had a tendency to adopt unlawful means to win in the national parliament election, and to violate the electoral code of conduct at different stages. The recently organised 11th National Parliament Election is the first election...
The main objectives of a parliamentary system of democracy are to hold discussions and thereby take decisions on important national issues, enactment of necessary laws for the interests of the country, reach consensus on issues concerning national interests and lead the country keeping people’s aspirations and world context under consideration. In line with these objectives public representation, enactment of laws, and making the government accountable are three major businesses of a parliament. Parliament members elected by citizens, thus, make a government accountable through different motions and discussions - question-answer sessions, notices on matters of public importance, discussions on President’s Speech and debate on budget, making of laws and functioning of parliamentary standing committees. Executive Summary here
জাতীয় সংসদ হলো জাতীয় সততা ব্যবস্থার অন্যতম স্তম্ভ এবং সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক অঙ্গ। সংসদীয় গণতন্ত্রের মূল উদ্দেশ্য হলো সংসদে আলোচনা করে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, দেশের স্বার্থে আইন প্রণয়ন, জাতীয় স্বার্থ সম্পর্কিত বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানো, এবং সেই সাথে দেশের মানুষের আশা-আকাক্সক্ষা ও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের নেতৃত্ব দেওয়া। সংসদের কাজকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়: প্রতিনিধিত্ব, আইন প্রণয়ন ও তদারকি। পুরো প্রতিবেদনের জন্য এখানে ক্লিক করুন।
সংসদীয় গণতন্ত্রের মূল উদ্দেশ্য হলো সংসদে আলোচনা করে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, দেশের স্বার্থে আইন প্রণয়ন, জাতীয় স্বার্থ সম্পর্কিত বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানো, এবং সেই সাথে দেশের মানুষের আশা-আকাক্সক্ষা ও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের নেতৃত্ব দেওয়া। সংসদের কাজকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়: প্রতিনিধিত্ব, আইন প্রণয়ন ও তদারকি। জনপ্রতিনিধিগণ প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বসম্পন্ন নোটিস, বিধি অনুযায়ী বিভিন্ন বক্তব্য, আইন প্রণয়ন এবং কমিটি কার্যক্রমের মাধ্যমে সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পারেন। এখানে ক্লিক করুন।
পার্লামেন্টওয়াচ ২০১৭ প্রতিবেদনের ওপর কিছু প্রশ্ন ও উত্তর। এখানে ক্লিক করুন।
পার্লামেন্টওয়াচ ২০১৭ প্রতিবেদনের উপস্থাপনা। এখানে ক্লিক করুন।
The Parliament is one of the fundamental pillars of the national integrity system. National Parliament is the center of state activities in the parliamentary government system. According to the Bangladesh Constitution, the role of the Parliament is very important in reflecting expectations of the people, enacting laws for public welfare and ensuring accountability of the government to the people [Articles 65 (1) and 76 (2) (c)] In addition, according to the ‘National Integrity Strategy 2012’ of Bangladesh, the Parliament is to make the democratic system consolidated by reflecting the aspirations of the people through enactment of laws and oversight functions. For details please follow the links below: Full Report (Bangla) Executive Summary (Bangla) Executive Summary (English) Presentation ...
জাতীয় সংসদ জাতীয় শুদ্ধাচার ব্যবস্থার মৌলিক স্তম্ভগুলোর অন্যতম। সংসদীয় সরকার ব্যবস্থায় জাতীয় সংসদ রাষ্ট্রীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দু। সংসদের মূল কাজ - আইন প্রণয়ন, জনগণের প্রতিনিধিত্ব ও সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। সংসদ সদস্যগণ সংসদে আলোচনা করে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, দেশের স্বার্থে আইন প্রণয়ন, জাতীয় স্বার্থ সম্পর্কিত বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানো, এবং সেই সাথে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের নেতৃত্ব দিয়ে থাকেন। বাংলাদেশের সংবিধানের ৬৫ (১) ধারায় সুনির্দিষ্ট বিধান সাপেক্ষে সংসদকে প্রজাতন্ত্রের আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয়েছে। ‘টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০’ এর লক্ষ্য ১৬.৬ ও ১৬.৭’ এ যথাক্রমে সকল স্তরে কার্যকর, জবাবদিহিতামূলক ও স্বচ্ছ প্রতিষ্ঠানের বিকাশ এবং সংবেদনশীল (তৎপর), অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বশীল সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করার বিষয় উল্লেখ করা হয়েছে। এছাড়া,‘জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র ২০১২’ এ সংসদে আইন প্রণয়ন ও সরকারের কার্যক্রম তদারকির মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা...
The main objectives of a parliamentary system of democracy are to hold discussions and thereby take decisions on important national issues, enactment of necessary laws for the interests of the country, reach consensus on issues concerning national interests and lead the country keeping people’s aspirations and world context under consideration. In line with these objectives public representation, enactment of laws, and making the government accountable are three major businesses of a parliament. Parliament members elected by citizens, thus, make a government accountable through different motions and discussions - question-answer sessions, notices on matters of public importance, discussions on President’s Speech and debate on budget, making of laws and functioning of parliamentary standing committees. Executive Summary here
জাতীয় সংসদ হলো জাতীয় সততা ব্যবস্থার অন্যতম স্তম্ভ এবং সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক অঙ্গ। সংসদীয় গণতন্ত্রের মূল উদ্দেশ্য হলো সংসদে আলোচনা করে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, দেশের স্বার্থে আইন প্রণয়ন, জাতীয় স্বার্থ সম্পর্কিত বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানো, এবং সেই সাথে দেশের মানুষের আশা-আকাক্সক্ষা ও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের নেতৃত্ব দেওয়া। সংসদের কাজকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়: প্রতিনিধিত্ব, আইন প্রণয়ন ও তদারকি। পুরো প্রতিবেদনের জন্য এখানে ক্লিক করুন।
সংসদীয় গণতন্ত্রের মূল উদ্দেশ্য হলো সংসদে আলোচনা করে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, দেশের স্বার্থে আইন প্রণয়ন, জাতীয় স্বার্থ সম্পর্কিত বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানো, এবং সেই সাথে দেশের মানুষের আশা-আকাক্সক্ষা ও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের নেতৃত্ব দেওয়া। সংসদের কাজকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়: প্রতিনিধিত্ব, আইন প্রণয়ন ও তদারকি। জনপ্রতিনিধিগণ প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বসম্পন্ন নোটিস, বিধি অনুযায়ী বিভিন্ন বক্তব্য, আইন প্রণয়ন এবং কমিটি কার্যক্রমের মাধ্যমে সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পারেন। এখানে ক্লিক করুন।
পার্লামেন্টওয়াচ ২০১৭ প্রতিবেদনের ওপর কিছু প্রশ্ন ও উত্তর। এখানে ক্লিক করুন।
পার্লামেন্টওয়াচ ২০১৭ প্রতিবেদনের উপস্থাপনা। এখানে ক্লিক করুন।
As the key pillar of the National Integrity System, Jatiyo Sangsad (National Parliament) is expected to play the most strategic role in establishing a people-oriented and accountable governance in a parliamentary democracy. Parliament plays an indispensable role in fulfilling citizen’s aspirations through enacting and reforming laws, ensuring government’s accountability to the citizens and strengthening the institutional capacity to prevent and control corruption. TIB has been conducting the Parliament Watch research since the 8th Parliament to bring out for public information credible and analytical information regarding how effectively the Parliament is discharging its mandate. This is the 12th report in this series and 2nd since the 10th Parliament was formed.
Click here for Executive Summary
সংসদীয় গণতন্ত্রে সুশাসন প্রতিষ্ঠায় অপরিহার্য জাতীয় সততা ব্যবস্থার মৌলিক স্তম্ভগুলোর অন্যতম জাতীয় সংসদ। জন প্রত্যাশার প্রতিফলন, জনকল্যাণমুখী আইন প্রণয়ন, আইনের সংস্কার ও জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা নিশ্চিত করতে এবং দুর্নীতি প্রতিরোধে জাতীয় সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিতকরণে এবং দুর্নীতি নিয়ন্ত্রণে সংসদীয় কার্যক্রমের কেন্দ্রীয় ভূমিকার কথা বিবেচনায় রেখে টিআইবি অষ্টম জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকে সংসদ কার্যক্রম ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ এবং গবেষণা প্রতিবেদন প্রকাশ করে আসছে। এই প্রতিবেদনটি ‘পার্লামেন্টওয়াচ’ ধারাবাহিকের ১২তম এবং দশম জাতীয় সংসদের ওপর দ্বিতীয় প্রতিবেদন। সার-সংক্ষেপ এখানে।