আন্তর্জাতিক যুব দিবস-২০২৩:টেকসই বাংলাদেশ বিনির্মাণে তারুণ্য : চাই জাতীয় সবুজ-দক্ষতা কৌশল

প্রকাশকাল: ১২ আগস্ট ২০২৩

বাংলাদেশের যত ইতিবাচক অর্জন, বিজয় ও সংস্কার, আন্দোলন, সংগ্রাম ও সাফল্যের জয়যাত্রা-নেতৃত্ব দিয়েছে ছাত্র সমাজ, তরুণ ও যুবারা। ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী গণতান্ত্রিক আন্দোলন তারই প্রমাণ। দেশের অগ্রযাত্রায় সবচেয়ে বড় চালিকাশক্তি - যুব জনগোষ্ঠী। বিভিন্ন সময়ে প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগে সবার আগে সাহস নিয়ে ঝাপিয়ে পড়া যুবারা সামনের দিনেও দেশের প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী অগ্রযাত্রায় নেতৃত্ব দেবেন। প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ ও জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের মূল কারিগর-এই যুব জনগোষ্ঠী।

আন্তর্জাতিক যুব দিবস

১৯৯১ সালে অষ্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত জাতিসংঘের বিশ্ব যুব ফোরামে অংশগ্রহণকারী তরুণদের দাবির প্রেক্ষিতে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ‘‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টারস রেসপন্সিবল ফর ইয়ুথ’’- এ ১২ আগস্ট দিনটিকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে পালনের প্রস্তাব করা হয়। ১৯৯৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রস্তাবটির প্রতি সমর্থন জানায়। এরই ধারাবাহিকতায় ২০০০ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে ১২ আগস্ট ‘‘আন্তর্জাতিক যুব দিবস’’ হিসেবে উদ্যাপন করা হয়। ‘‘আন্তর্জাতিক যুব দিবস-২০২৩’’ এ জাতিসংঘ ঘোষিত প্রতিপাদ্য হলো- ‘টেকসই বিশ্ব বিনির্মাণে চাই তারুণ্যের জন্য সবুজ দক্ষতা’ (Green Skills for Youth: Towards a Sustainable World)।

পুরো ধারণাপত্রের জন্য এখানে ক্লিক করুন